সভাপতি নুরুল ইসলাম ওরফে দুলাল (বাঁয়ে) এবং সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ করিম মিঠু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (২০২২-২৩) সভাপতি পদে নুরুল ইসলাম ওরফে দুলাল নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমান সভাপতি অনুপ কুমার নন্দীকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। আর টানা দ্বিতীয়বারের মতো দেওয়ান মাসুদ করিম মিঠু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে গতকাল রোববার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নির্বাচন কমিশনার ও কুষ্টিয়া আদালতের জ্যেষ্ঠ আইনজীবী মীর ছানোয়ার হোসেন পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন।

আইনজীবী সমিতি সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটি প্যানেলের মধ্যেই আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন। রাত সাড়ে ৮টা, সাড়ে ১০টা ও রাত ১টার পরে মোট ৩ দফায় ফলাফল ঘোষণা করা হয়। সমিতির মোট ৪১০ ভোটারের মধ্যে ৪০৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচিত প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি আবদুল ওয়াদুদ, সহসভাপতি শামসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ এস এম শাতিল মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক আবদুস সাত্তার, সাংস্কৃতিক সম্পাদক নাজমুন নাহার, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

এ ছাড়া সিনিয়র সদস্য হয়েছেন এস এম মনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, রাজীব আহসান, মফিল উদ্দিন মণ্ডল। আর জুনিয়র সদস্য হয়েছেন জমিরন খাতুন, তরিকুল ইসলাম, মকলেছুর রহমান, ময়েজুল হক।