কুয়াকাটায় দুপুরের পর সন্ধ্যায় হোটেলে আরেক পর্যটকের লাশ

পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে সৌরভ জামিল সোহাগ (৪৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশ কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার আবাসিক হোটেল সাউথ বাংলা থেকে লাশটি উদ্ধার করে। তিনি খুলনার বাসিন্দা ছিলেন।

এর আগে বেলা দেড়টার সময় কুয়াকাটার আল্লাহর দান নামে অপর একটি আবাসিক হোটেল থেকে আরেক পর্যটকের লাশ উদ্ধার করা হয়। তাঁর নাম মো. মানিক মিয়া (৪৫)। তিনি চট্টগ্রামের বাঁশখালী এলাকার বাসিন্দা ছিলেন।

মানিক ১৯ সেপ্টেম্বর রাতে তাঁর মালিকানাধীন আল্লাহর দান নামে ট্রলারে করে ইলিশ মাছ নিয়ে মহিপুর মৎস্যবন্দর এলাকায় যান। মহিপুরের বিসমিল্লাহ মৎস্য আড়তে তিনি ইলিশ মাছ বিক্রি করেন।

আরও পড়ুন

মহিপুর থানা-পুলিশ ও হোটেলটির সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে সৌরভ জামিল সোহাগ ও তাঁর বন্ধু টুকু কুয়াকাটায় এসে হোটেলটির ১১২ নম্বর কক্ষে ওঠেন। আজ বেলা ১১টার পর কক্ষটি বাইরে থেকে বন্ধ করা ছিল। হোটেল বয় শেষ বিকেলে কক্ষের সামনের বারান্দা দিয়ে যাওয়ার সময় দেখে সৌরভ জামিল সোহাগের নিথর দেহ বিছানায় পড়ে রয়েছে। হোটেল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। তবে টুকু ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন। পুলিশের ধারণা, বালিশচাপায় শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, হোটেলের রেজিস্টারে সংক্ষেপে তাঁদের নাম সোহাগ ও টুকু এবং তাঁদের বাবার নাম লেখা রয়েছে। ঠিকানা লেখা রয়েছে ১৩৬, স্যার ইকবাল সড়ক, খুলনা। তবে পুলিশের সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সৌরভ জামিল সোহাগের মূল ঠিকানা দৌলতপুর, আঞ্জুমান রোড, খুলনা।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বালিশচাপা দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছিল পুলিশ।