উদ্ধারের তিন দিন পেরিয়ে গেলেও নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাথাবিচ্ছিন্ন লাশটির পরিচয় এখনো শনাক্ত হয়নি। এ ছাড়া খণ্ডিত মাথাটিও পুলিশ উদ্ধার করতে পারেনি। গলিত লাশটি নারীর না পুরুষের, তা-ও এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তবে পুলিশ বলছে, পরিচয় শনাক্তসহ বিচ্ছিন্ন মাথাটি উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি নপাই বিলে মাছ ধরতে গিয়ে কচুরিপানার নিচে একটি গলিত লাশ দেখতে পান। পরে তিনি ডাঙায় এসে বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। খবর পেয়ে পুলিশ রাতে মাথাবিচ্ছিন্ন লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লাশ উদ্ধারের ঘটনার তিন দিন চলে গেলেও এখনো মাথাটি উদ্ধার করা সম্ভব হয়নি। মৃতদেহটি নারী না পুরুষের, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ ছাড়া দেহটির বয়সও অনুমান করা যাচ্ছে না। তবে পুলিশের ধারণা, গলিত ওই লাশ এক মাসের অধিক সময়ের।
এ বিষয়ে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম আজ রোববার দুপুরে বলেন, বিচ্ছিন্ন মাথাটি উদ্ধারসহ পরিচয় শনাক্তে পুলিশ সব ধরনের চেষ্টা চালাচ্ছে। মৃতদেহটি সম্পূর্ণভাবে গলে যাওয়ায় এটি পুরুষের না নারীর, তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে, লাশটি কোনো নারীর হবে। কারণ, লাশটি উদ্ধার হওয়া স্থান থেকে নারীদের ব্যবহৃত একটি স্কার্ফ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ সংগৃহীত বিভিন্ন নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে মৃত্যুরহস্য, নারী না পুরুষ, তা উন্মোচিত হবে।