কেন্দ্রীয় নেতৃবৃন্দ কখনোই আমার বিজয় নিয়ে শঙ্কিত ছিলেন না: আইভী

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ নিজ বাসভবনে শুক্রবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাউকে প্রভাবিত করছেন না। নেতৃবৃন্দ আমার বিজয় নিয়ে শঙ্কিত ছিলেন না। তাঁরা জানেন, আমার বিজয় হবে। ওনারা হয়তো অন্য কারণে অবজারবেশনে আছেন, ভোটের মাঠে তাঁরা কখনো নেগেটিভ কিছু বলেননি। এখানে যাতে কেউ কোনো বিশৃঙ্খলা অথবা নিজ দলে সমস্যা তৈরি করতে না পারেন, সে কারণে খোঁজখবর রাখছেন।’

শুক্রবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইভী। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদিরসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দুইবারের মেয়র আইভী বলেন, রাজধানীর পাশের জেলা হওয়ায় এখানে অনেকেই আসতে পারেন। তাঁদের (তৈমুরের) লোকজনও প্রচুর আসছেন। শুরু থেকে প্রশাসনের প্রতি তিনি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছেন।

নির্বাচনে কেউ যাতে সহিংসতা ও বিশৃঙ্খলা করতে না পারে, সে ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি সহিংসতার বিপক্ষে। নারী ও তরুণ ভোটাররা যাতে ভোট দিতে যেতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।’

তৈমুরের অভিযোগ প্রসঙ্গে আইভী বলেন, ‘আমার কোনো বাহিনী নেই। সহিংসতা আমার পক্ষ থেকে হবে না। বিগত নির্বাচনগুলোতে কখনো সহিংসতা হয়নি। তাই এবারও উৎসমুখর পরিবেশে নির্বাচন হবে।’ তিনি আরও বলেন, ‘আমার বিজয় সুনিশ্চিত। তাই নির্বাচনে কেউ যাতে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, প্রশাসনকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে।’

আরও পড়ুন
আরও পড়ুন