কোপানোর অভিযোগে নড়াইলে বিএনপি নেতাকে বহিষ্কার
নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্যসচিব টিপু সুলতানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ ১৮ সেপ্টেম্বর ওই বহিষ্কারপত্রে সই করেন।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। গতকাল সোমবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, জেলা বিএনপির সহসভাপতি ও লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম নজরুল ইসলামকে কুপিয়ে আহত করা হয়। ওই ঘটনায় টিপু উপস্থিত থেকে নেতৃত্ব দেন। তাই কেন্দ্রীয় বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করেছে।
টিপু সুলতানকে লেখা বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার পরিপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ আছে। তদন্ত করে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।’
এ ব্যাপারে টিপু সুলতান বলেন, ‘আমি বহিষ্কারপত্র এখনো হাতে পাইনি। গতকাল ফেসবুকে দেখেছি। আমি কেন একজন প্রবীণ বিএনপি নেতাকে কোপাতে যাব? আমার বিরুদ্ধে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ষড়যন্ত্র করছেন।’
এ অভিযোগের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একজন ৬৫ বছর বয়স্ক বিএনপি নেতাকে কোপানো হয়েছে। এ জন্য তাঁকে লোহাগড়া উপজেলা বিএনপির পদ থেকে অব্যাহতি দিই। কেন্দ্রীয় বিএনপি তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা পায়। এর ভিত্তিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাঁকে কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করেছে। নিজেকে বাঁচাতে আমার বিরুদ্ধে তিনি অমূলক কথা বলছেন।’