কোভিডে আক্রান্ত হয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

বন্দর উপজেলা নিবার্চন কমর্কতা মো. সাইবুর
সংগৃহীত

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইবুরের মৃত্যু হয়। আজ বুধবার বেলা একটার দিকে তিনি ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মতিয়ুর রহমান জানান, গত ৭ সেপ্টেম্বর করোনা পজিটিভ হয়ে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি হন সাইবুর। তখন থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ), পরবর্তী সময়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সপ্তাহখানেক সেখানে লাইফ সাপোর্টে থাকার পর আজ বেলা একটার দিকে তিনি মারা যান।

জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, মো. সাইবুর সৎ ও দক্ষ কর্মকর্তা ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়। মো. সাইবুর গত বছরের জুলাইয়ে বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা হিসেবে কয়েক বছর ধরে কর্মরত ছিলেন।