ক্রেতা সেজে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করল পুলিশ
পাবনার বেড়া উপজেলায় ক্রেতা সেজে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও ‘চায়না দোয়ার’ জব্দ করেছে নৌ পুলিশ।
আজ মঙ্গলবার উপজেলার বেড়া বাজারের একটি গুদামে ক্রেতা সেজে গিয়ে প্রায় দুই লাখ মিটার জাল জব্দ করে নগরবাড়ী নৌ পুলিশের একটি দল। পুলিশের দাবি, জব্দ করা জালের দাম প্রায় ২০ লাখ টাকা।
এ সময় জাল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।
নৌ পুলিশ ও উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, পাবনার বেড়া বাজারে বৈধ জাল ব্যবসার আড়ালে কয়েকজন ব্যবসায়ী নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ার বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা মৎস্য কার্যালয় ও নগরবাড়ী নৌ পুলিশ যৌথভাবে অভিযানে নামে। এরই পরিপ্রেক্ষিতে আজ বেলা ১১টার দিকে নগরবাড়ী নৌ পুলিশের একটি দল সাদাপোশাকে ক্রেতা সেজে বেড়া বাজারের হাজী মার্কেটের দুটি গুদামে যায়। তখন গুদামে থাকা বিপুল পরিমাণ কারেন্ট জাল, চায়না দোয়ারসহ দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটক দুই ব্যবসায়ী হলেন দীপক হালদার ও গৌরাঙ্গ হালদার।
নৌ পুলিশ জানায়, জব্দ করা জালসহ আটক দুই ব্যবসায়ীকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার কাছে আনা হয়। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জালগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দেন এবং আটক দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
নগরবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান বলেন, চায়না দোয়ার ও কারেন্ট জাল মিলিয়ে জব্দ করা জালের পরিমাণ প্রায় দুই লাখ মিটার। দাম প্রায় ২০ লাখ টাকা। ক্রেতা সেজে জাল ব্যবসায়ীর গুদামে ঢুকে হাতেনাতে জালগুলো জব্দ করা হয়েছে। অবৈধ জাল বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে তাঁদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।