default-image

খাগড়াছড়ি শহরের কলেজপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে মাওশ্রিজিতা দেওয়ান (৩২) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলার প্রভাষক ছিলেন।

গতকাল সোমবার রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে জানা যায়নি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম বলেন, ‘আগুনে পুড়ে যাওয়া একটি মরদেহ পেয়েছি। তবে কী কারণে আগুন লেগেছে, তা জানা যায়নি।’

দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মাওশ্রিজিতা দেওয়ান দ্বিতীয়। তাঁর বাবা ম্যাকাঞ্জ দেওয়ান বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার সময় আমি বাইরে ছিলাম। মাওশ্রিজিতা তখন ঘুমাচ্ছিল। অনেক ডাকার পরও আগুন ছড়িয়ে পড়ায় সে বের হতে পারেনি।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

ঘটনার পরপরই সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন