খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
খাগড়াছড়িতে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলামসহ অন্যান্য নেতা–কর্মীর ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের মিল্লাত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মূল সড়কে উঠতে গেলে আদালত সড়কে পুলিশ ছাত্রদল নেতা–কর্মীদের বাধা দেয়। পরে সেখানে সমাবেশ করেন নেতা–কর্মীরা।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান সাগর।
বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার নিন্দা জানিয়ে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন বলেন, বিএনপি কোনোধরনের মিছিল করতে গেলেই পুলিশের বাধার মুখে পড়ে। তারই ধারাবাহিকতায় আজও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করতে গিয়ে পুলিশ বাধা দিয়েছে। তবে পুলিশের বাধা উপেক্ষা করে পুলিশের সামনেই ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করেছে।
ছাত্রদলের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশীদ বলেন, পুলিশ ছাত্রদলের কর্মসূচিতে বাধা দেয়নি।