খানসামায় ঋণখেলাপির অভিযোগে আ.লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল

মো. হাফিজ সরকার
ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজ সরকারের ঋণখেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল করা হয়েছে। গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জিকরুল হক প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।

হাফিজ সরকার ২ নম্বর ভেড়ভেড়ী ইউপির বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

জিকরুল হক বলেন, উত্তরা ব্যাংক লিমিটেডের রংপুর শাখায় মেসার্স শ্যামল কুমার দাসের নামে ঋণ নেওয়া হয়েছে। সেই ঋণের জামিনদাতা হয়েছিলেন চেয়ারম্যান প্রার্থী হাফিজ সরকার। ঋণ পরিশোধ না করায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন যাচাই–বাছাই কমিটিতে জিকরুল হক ছাড়াও সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির ছিলেন। যাচাই-বাছাই শেষে ৬ ইউপিতে ৩৬ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্যপদে ২২৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৭৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

জানতে চাইলে হাফিজ সরকার বলেন, তিনি সরাসরি ঋণ নেননি। অন্য একজনের ঋণে তিনি জামিনদাতা হয়েছিলেন। এ জন্য মনোনয়ন বাতিল হওয়ার কোনো কারণ নেই। তিনি মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক বলেন, প্রাথমিক যাচাই-বাছাইয়ে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে আপিলের সুযোগ আছে। তিনি যদি আপিল করেন, তাহলে পরবর্তী সময়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।