খুলনায় কয়রা নদীর চর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
খুলনার কয়রা উপজেলার কয়রা নদীর চর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব মঠবাড়ী গ্রামের চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই বৃদ্ধের নাম আহম্মদ আলী (৬০)। তিনি পশ্চিম মঠবাড়ী গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তির পরিবারের সবাই ভারতে থাকেন বলে জানা গেছে। সুন্দরবনের কেওড়াপাতা বিক্রি করে ও আশপাশের মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তিনি চলতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় লোকজন আহম্মদ আলীর লাশ নদীর চরে আটকে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করে। পরে এলাকাবাসীর সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করা হয়।
মঠবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম আলী জানান, নিহত ওই ব্যক্তি অনেকটা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন আগে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় কেওড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।