খুলনার দুই হাসপাতালে ১১ জনের মৃত্যু
খুলনার দুটি হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০ জনের ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনার চারটি করোনা হাসপাতালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ১৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয় করোনা রোগীর মৃত্যু হয়েছে। এখানে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও এক জন। আর বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন চার করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতাল ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র চিকিৎসক সুহাস রঞ্জন হালদার বলেন, আজ সকাল পর্যন্ত তাঁদের হাসপাতালে ২০০ জন ভর্তি আছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী আছেন ১৩৬ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২৪ জন। হাসপাতালের ২০টি এইচডিইউ শয্যা ও ২০টি আইসিইউ শয্যার কোনোটিই খালি নেই।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৬৪৪টি নমুনা পরীক্ষায় ২০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ২১। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যে ১০ জন করোনা রোগী মারা গেছেন, এর মধ্যে সাতজনই খুলনা জেলার বাসিন্দা, বাকিরা বিভিন্ন জেলা থেকে খুলনায় চিকিৎসা নিতে এসেছিলেন।