default-image

খুলনার ফুলতলায় ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামীও। আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে খুলনা-যশোর মহাসড়কে উপজেলা চত্বরের পাশে এ গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সাথী বেগম (২৫)। আহত তাঁর স্বামীর নাম আশরাফুল ইসলাম (২৭)। তাঁদের বাড়ি উপজেলার দামোদর এলাকায়। তাঁরা একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। এ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালক মো. শুকুর আলী ও চালকের সাহায্যকারী (হেলপার) মুকুলকে আটক করেছে।

আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে খুলনা-যশোর মহাসড়কে উপজেলা চত্বরের পাশে এ গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ মাহমুদ আলম প্রথম আলোকে বলেন, বালুভর্তি ট্রাকটি যশোরের দিক থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় ক্লিনিকের সামনে রাস্তা পার হচ্ছিলেন সাথী বেগম। ট্রাকটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকের ধাক্কায় আহত হন তাঁর স্বামী আশরাফুল। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন