খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদারের বাড়ির সামনে থেকে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রূপসা উপজেলার সিংহেরচর গ্রামে সেগুলো উদ্ধার করে পুলিশ।
বস্তুগুলো লাল টেপ দিয়ে একটি বাজারের ব্যাগের মধ্যে প্যাঁচানো ছিল। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে দেখে সেগুলো বোমা নয়। পুলিশের ধারণা, আতঙ্কের সৃষ্টির জন্য এমন কাজ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কে বা কারা একটি বাজারের ব্যাগ পারভেজ হাওলাদারের বাড়ির সামনে রেখে যায়। পরে ব্যাগ সেখানে দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। সন্দেহ হলে দু-একজন ব্যাগের মধ্যে উঁকি দিয়ে দেখতে পান, তার মধ্যে লাল টেপ দিয়ে প্যাঁচানো বোমাসদৃশ বস্তু রয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে সেখানেই খুলে দেখে সেগুলো বোমা বা ককটেল নয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, বোমার খবর শুনে সেখানে গিয়ে সেগুলো দেখে সন্দেহ হয়। পরে ধীরে ধীরে টেপগুলো খুলে দেখা যায় কৌটার মধ্যে কিছুই নেই। আতঙ্ক সৃষ্টির জন্যই হয়তো কেউ সেগুলো সেখানে রেখে গেছে।
খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার বলেন, ওই সময় তিনি বাড়িতেই ছিলেন। বোমাসদৃশ বস্তু উদ্ধার হওয়ার খবর শুনে বাড়ি থেকে বের হন। আতঙ্ক সৃষ্টির জন্য বা ভয় দেখানোর জন্য প্রতিপক্ষরা এমন কাজ করতে পারে বলে সন্দেহ করছেন তিনি।