খুলনা বিভাগে আরও ১৭৭ জনের করোনা শনাক্ত

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৬৩। একই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ৩০২ জন। ফলে, বিভাগে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬১। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৭৪ শতাংশ।


বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর আজ সোমবার এসব তথ্য জানিয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান, বিভাগের সপ্তম জেলা হিসেবে সাতক্ষীরায় কোভিড-১৯ রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। বিভাগে নতুন সংক্রমিত ১৭৭ জনের মধ্যে বাগেরহাটে ১১ জন, চুয়াডাঙ্গায় ১২ জন, যশোরে ৫৪, খুলনায় ২৮, কুষ্টিয়ায় ২৬, মাগুরায় ৯, মেহেরপুরে ৮, নড়াইলে ৯ ও সাতক্ষীরায় ২০ জন। এই সময়ে ঝিনাইদহে কোনো রোগী শনাক্ত হয়নি।

২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় একজন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে মৃত মানুষের মোট সংখ্যা ৩২৪। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় ৮৩ জন, কুষ্টিয়ায় ৬১, বাগেরহাটে ২০, চুয়াডাঙ্গায় ২৯, যশোরে ৩৮, ঝিনাইদহে ২৬, মাগুরায় ১২, মেহেরপুরে ১১, নড়াইলে ১৬ ও সাতক্ষীরায় ২৮ জন রয়েছেন।

বিভাগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭১ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ৬৪৮ জন রোগী শুধু খুলনা জেলায় শনাক্ত হয়েছেন, যা বিভাগের মোট রোগীর প্রায় ৩০ শতাংশ।

এ ছাড়া বাগেরহাটে ৮৯৯ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ২৫৪, যশোরে ৩ হাজার ২৬৭, ঝিনাইদহে ১ হাজার ৬২৪, কুষ্টিয়ায় ২ হাজার ৭৪৮, মাগুরায় ৮০৩, মেহেরপুরে ৫১৭, নড়াইলে ১ হাজার ১৮৪ ও সাতক্ষীরায় ১ হাজার ১৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।