খুলনা বিভাগে এক দিনে আবারও সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড
খুলনা বিভাগে টানা চার দিন করোনায় শনাক্তের রেকর্ড ভাঙার পর গতকাল শনাক্তের হার কিছুটা কমেছিল। তবে এক দিন পরই ফের শনাক্তের নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৬০৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে ১১ জুন সর্বোচ্চ ৫৯৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।
একই সময়ে বিভাগের ১৬৬ জন রোগী সুস্থ হয়েছেন। অন্যদিকে মারা গেছেন আটজন। গত ২৪ ঘণ্টায় যশোরে চারজন এবং ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা আজ রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৬১৪ জন। মোট সুস্থ হয়েছেন ৩৩ হাজার ১২ জন। করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৭১৯ জন। বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৯৩ জন, কুষ্টিয়ায় ১৩০, যশোরে ৮৯, চুয়াডাঙ্গায় ৬৪, ঝিনাইদহে ৫৮, বাগেরহাটে ৫৭, সাতক্ষীরায় ৫২, নড়াইলে ২৭, মেহেরপুরে ২৬ ও মাগুরায় ২৩ জন। সামগ্রিকভাবে বিভাগে মৃত্যুর হার ১ দশমিক ৮২ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক করোনাসংক্রান্ত প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসের প্রথম ১৩ দিনে (১-১৩ জুন) ৫ হাজার ৩২৩ জনের করোনা শনাক্ত হয়। এ সময়ে মারা যান ৭৪ জন। ১৯ থেকে ৩১ মে পর্যন্ত ১৩ দিনে ১ হাজার ৮৫৭ জন শনাক্ত হয়েছিল। ওই সময় ১৩ দিনে মারা যান ৪৮ জন। চলতি মাসে প্রথম ১৩ দিনে আগের একই সময়ের চেয়ে মৃত্যু দেড় গুণের বেশি এবং শনাক্ত প্রায় ৩ গুণ বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ১ হাজার ৬৩৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ১১ শতাংশ। এই সময়ে আগের দিনের চেয়ে ৫৯২টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৬৪ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলার মধ্যে ৪টিতে শনাক্তের হার ৫০ শতাংশের বেশি। শনাক্তের হার সবচেয়ে বেশি ছিল চুয়াডাঙ্গায় ৬৪ দশমিক ৯১ শতাংশ, এরপর সাতক্ষীরায় ৬৪ দশমিক ২, নড়াইলে ৫০ দশমিক ৭৫ ও বাগেরহাটে শনাক্তের হার ছিল ৫০ শতাংশ।
বিভাগের মধ্যে শনাক্তের সর্বনিম্ন হার খুলনায় ২৭ দশমিক ৫৭ শতাংশ। খুলনায় গত ২৪ ঘণ্টায় ৪২৮ নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ৮৩ শতাংশ।
২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে খুলনায় রয়েছেন ১১৮ জন (নগরে ৮০ জন)। এ ছাড়া বাগেরহাটে ৫৫ জন, চুয়াডাঙ্গায় ৩৭, যশোরে ১৪৫, ঝিনাইদহে ৫১, কুষ্টিয়ায় ৭৪, মাগুরায় ১৭, মেহেরপুরে ২৩, নড়াইলে ৩৪ ও সাতক্ষীরায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার প্রথম আলোকে বলেন, বিভাগে প্রথমবারের মতো এক দিনে শনাক্তের সংখ্যা ৬০০ অতিক্রম করেছে। আগের তুলনায় শনাক্তের হারও বেড়েছে। তবে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার তেমন প্রবণতা নেই। স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া সংক্রমণ পরিস্থিতির উন্নতি হবে না বলে মনে করেন তিনি।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। আর সব মিলিয়ে বিভাগটিতে গতকাল শনিবার মোট আক্রান্তের ৩৯ হাজার ছাড়িয়েছে।