খুলনা বিভাগে করোনায় ৬২ দিনের মধ্যে সবচেয়ে কম মৃত্যু

করোনায় মৃত্যু
প্রথম আলো ফাইল ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গত ১৮ জুন এক দিনে করোনায় আটজনের মৃত্যুর পর গত ৬২ দিনের মধ্যে বিভাগে এটাই সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় মারা যাওয়া ১১ জনের মধ্যে যশোরে চারজন, ঝিনাইদহে, বাগেরহাট ও খুলনায় দুজন করে ও মাগুরায় একজন আছেন। গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ২ হাজার ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪২২ জনের। শনাক্তের হার ১৭ দশমিক ৭৯। আর সুস্থ হয়েছেন ৮০২ জন। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১৪৯টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৭৮। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬২৬। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯০ হাজার ৫৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রতিদিনই কমছে। আজ সকাল পর্যন্ত বিভাগে হাসপাতাল ও বাসা মিলিয়ে ১২ হাজার ২০৪ করোনা রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৮২ জন। অন্যরা বাসায় আইসোলেশনে আছেন। বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ২ হাজার ৮৭৮। মৃত্যুর হার ২ দশমিক ৭২।

বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৩২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৮৯ জনের। এ ছাড়া যশোরে ৪৩৬, ঝিনাইদহে ২৪৮, চুয়াডাঙ্গায় ১৮২, মেহেরপুরে ১৭৪, বাগেরহাটে ১৩৮, নড়াইলে ১০৮, সাতক্ষীরায় ৮৭ ও মাগুরায় ৮৪ জনের করোনায় মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ খুলনায় ১৩১ জন। এ ছাড়া যশোরে ৭৩, কুষ্টিয়ায় ৭৬, ঝিনাইদহ ৩৭, সাতক্ষীরায় ৩০, নড়াইলে ১২, চুয়াডাঙ্গায় ২০, মাগুরায় ১৫, মেহেরপুরে ১২ ও বাগেরহাটে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।