খুলনা বিভাগে করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৬১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৯৩২ জন। নমুনা পরীক্ষার তুলনায় বিভাগে করোনা শনাক্তের হার ২২ শতাংশের বেশি। আজ রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ৩৯ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় ৪২৮ জনের। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বেশি হয়েছে। এ সময় মৃত্যুর সংখ্যা ও শনাক্তের হার কমেছে। তবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। আজ সাতক্ষীরায় শনাক্তের মোট সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন—এই তিন প্রক্রিয়ায় মোট ২ হাজার ৭৪৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৩০। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১ হাজার ১৯৯টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭০।

স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রোববার বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী আছেন ১৮ হাজার ৪৭৮ জন। তাঁদের মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২০৭ জন। অন্যরা বাসায় আইসোলেশনে আছেন।

বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬৫৭। মৃত্যুর হার ২ দশমিক ৬৭। করোনায় মারা যাওয়া সর্বশেষ ২৮ জনের মধ্যে কুষ্টিয়ায় ১২ জন, যশোরে ৭ জন; খুলনায়, চুয়াডাঙ্গায় ও ঝিনাইদহে ২ জন করে; মেহেরপুর, বাগেরহাট ও মাগুরায় একজন করে আছেন।

বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৬৭৭ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৩০ জনের। এ ছাড়া যশোরে ৩৯৬ জন, ঝিনাইদহে ২২৬, চুয়াডাঙ্গায় ১৭৭, মেহেরপুরে ১৫৯, বাগেরহাটে ১৩১, নড়াইলে ৯৮, সাতক্ষীরায় ৮৫ ও মাগুরায় ৭৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ খুলনায় ১৩০ জন। এ ছাড়া কুষ্টিয়ায় ১১৪, যশোরে ৫১, মাগুরায় ৫৯, সাতক্ষীরায় ৬৬, বাগেরহাটে ৬০, চুয়াডাঙ্গায় ৩৮, ঝিনাইদহে ৩৭, মেহেরপুরে ৩৯ ও নড়াইলে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৪৯৪ জনের। সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৪ হাজার ৯১০ জনের করোনা হয়েছে। যশোরে ১৯ হাজার ৭৩৩ জনের, কুষ্টিয়ায় ১৫ হাজার ৮০৭ জনের, ঝিনাইদহে ৮ হাজার ১৫৫ জনের, বাগেরহাটে ৬ হাজার ৩৯৫ জনের, চুয়াডাঙ্গায় ৬ হাজার ৩১৪ জনের, সাতক্ষীরায় ৬ হাজার ৬৫ জনের, নড়াইলে ৪ হাজার ৩৯৬ জনের, মেহেরপুরে ৪ হাজার ২২২ জনের ও মাগুরায় ৩ হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে।