খুলনা বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫২

করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মারা গেলেন ৬৬৬ জন। এদিকে খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন আরও ২৫২ জন। এ নিয়ে বিভাগে সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা এখন ৩৫ হাজার ৭৪২ জন।

আজ শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানার পাঠানো প্রতিবেদন থেকে এসব  তথ্য জানা গেছে।

বর্তমানে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে বাসায় আর হাসপাতালে চিকিৎসাধীন ৩ হাজার ৩২৩ জন। ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৬০ জন সুস্থ হয়েছেন। বিভাগে করোনায় সংক্রমিত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩১ হাজার ৭৫৩ জন। সুস্থতার হার ৮৯ শতাংশ ।

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলার ৮৮ জন (নগরে ৭৪ জন)। এ ছাড়া বাগেরহাটে ৬ জন, যশোরে ১৮, সাতক্ষীরায় ৮৯, মেহেরপুরে ১, চুয়াডাঙ্গায় ৭ জন, ঝিনাইদহে রয়েছেন ৬ জন, কুষ্টিয়ায় ৩৭ জনের করোনা ‘পজিটিভ’ হয়েছেন। এই সময়ে মাগুরা এবং নড়াইলে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। গত বছরের ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। চলতি বছর ১ জানুয়ারি ২৫ হাজার, গত ৩০ মে শনাক্ত ৩৪ হাজার এবং ৩ জুন শনাক্ত ৩৫ হাজার ছাড়ায়।