খুলনা বিভাগে করোনা রোগী সাড়ে ১৮ হাজার ছাড়াল

করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২১। একই সময়ে বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৯ জন। ফলে বিভাগে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৪৯। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর আজ শনিবার এসব তথ্য জানিয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান, বিভাগে নতুন সংক্রমিত ২২১ জনের মধ্যে বাগেরহাটে রয়েছেন ১২ জন, চুয়াডাঙ্গায় ১৮, যশোরে ৩৫, ঝিনাইদহে ২০, খুলনায় ৩৬, কুষ্টিয়ায় ৫০, মাগুরায় ১১, মেহেরপুরে ৪, নড়াইলে ২৭ ও সাতক্ষীরায় ৮ জন। ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সাতক্ষীরায় ১ জন কোভিড রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৩১৮। এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে খুলনায় ৮০ জন, বাগেরহাটে ২০, চুয়াডাঙ্গায় ২৮, যশোরে ৩৮, ঝিনাইদহে ২৫, কুষ্টিয়ায় ৬০, মাগুরায় ১২, মেহেরপুরে ১১, নড়াইলে ১৬ ও সাতক্ষীরায় ২৮ জন রয়েছেন। বিভাগে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭১ শতাংশ। আর সুস্থতার হার ৭২ শতাংশের কিছু বেশি।

স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ৫৭২ জন করোনা রোগী শুধু খুলনা জেলায় শনাক্ত হয়েছেন। এ ছাড়া বাগেরহাটে ৮৮৮ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ২২৫, যশোরে ৩ হাজার ১৭৫, ঝিনাইদহে ১ হাজার ৬০৪, কুষ্টিয়ায় ২ হাজার ৭১৮, মাগুরায় ৭৭৭, মেহেরপুরে ৫০৪, নড়াইলে ১ হাজার ১৬০ ও সাতক্ষীরায় ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।