খুলনা বিভাগে কোভিড রোগীদের সুস্থতার হার ৮১ শতাংশ

খুলনা বিভাগে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে এ ভাইরাসে সংক্রমিত হয়ে দুজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৫৪ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৮৬৪। মোট সুস্থ ১৬ হাজার ৯২৭ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে এই প্রতিবেদন পাওয়া গেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা বলেন, এ বিভাগে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ শতাংশের কিছু বেশি। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।

বিভাগে সুস্থ রোগীদের মধ্যে বাগেরহাটে ৮৮৬, চুয়াডাঙ্গায় ১ হাজার ৭৫, যশোরে ২ হাজার ৪২৪, ঝিনাইদহে ১ হাজার ২৯০, খুলনায় ৫ হাজার ২৮৯, কুষ্টিয়ায় ২ হাজার ৬৯৯, মাগুরায় ৭৬৮, মেহেরপুরে ৪৮৮, নড়াইলে ১ হাজার ৮৬ এবং সাতক্ষীরায় ৯২২ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, বিভাগে এ পর্যন্ত খুলনা জেলায় সর্বোচ্চ ৬ হাজার ১২৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া যশোরে ৩ হাজার ৬৭৯, কুষ্টিয়ায় ৩ হাজার ৮২, ঝিনাইদহে ১ হাজার ৮২৩, চুয়াডাঙ্গায় ১ হাজার ৩৬৮, নড়াইলে ১ হাজার ২৬৭, সাতক্ষীরায় ১ হাজার ৮৯, বাগেরহাটে ৯৬৫, মাগুরায় ৮৭৮ ও মেহেরপুরে ৫৮৬ জনের করোনাভাইরাস ধরা পড়েছে।

বিভাগে ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ও চুয়াডাঙ্গায় ১ জন করে মারা যাওয়ায় এ ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৬১ জন। এর মধ্যে খুলনায় ৯৩, কুষ্টিয়ায় ৬৫, বাগেরহাটে ২২, চুয়াডাঙ্গা ৩২, ঝিনাইদহে ৩১ জন, যশোরে ৪২, নড়াইলে ১৮, সাতক্ষীরা ৩০, মাগুরায় ১৩ ও মেহেরপুরে ১৫ জন করে রয়েছেন।