প্রতীকী ছবি।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জন মারা গেছেন। এ সময়ে নতুন ৩৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৬৪৭ জন। আজ রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গতকাল শনিবার বিভাগে করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। আর ২১১ জনের করোনা শনাক্ত হয়েছিল। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় ৮২৫টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ২ হাজার ৫২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ১৮।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, ৪ লাখ ৫৭ হাজার ৭২৮ জনের নমুনা পরীক্ষা করে বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনের। সুস্থ হয়েছেন ৯২ হাজার ১৭০ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৪৯।

নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনায় আছেন সর্বোচ্চ ৮৭ জন। এ ছাড়া যশোরে ৩৩, কুষ্টিয়ায় ৪২, ঝিনাইদহ ২১, সাতক্ষীরায় ২৭, নড়াইলে ২৬, চুয়াডাঙ্গায় ২০, মাগুরায় ৩৯, মেহেরপুরে ২২ ও বাগেরহাটে ১৫ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৬ হাজার ৬৮৭ জনের করোনা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র আরও জানা যায়, বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৯১৯। মৃত্যুর হার ২ দশমিক ৭৪। করোনায় মারা যাওয়া সর্বশেষ ১৬ জনের মধ্যে খুলনা ও যশোরে ৪ জন করে, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা ও নড়াইলে ২ জন করে রয়েছেন। বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৪১ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায়, ৭০০ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রতিদিন কমছে। আজ বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী ১১ হাজার ৪৭৬ জন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৬৭ জন। অন্যরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।