খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৭

করোনায় মৃত্যু
ফাইল ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ২০ জনের মৃত্যু হয়েছিল। আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে কুষ্টিয়া জেলার ৯ জন, যশোরের ৮, নড়াইলের ৪, ঝিনাইদহ ও মেহেরপুরে ২ জন করে, বাগেরহাট ও খুলনার ১ জন করে আছেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৫৩। মৃত্যুর হার ২ দশমিক ৬৮। বিভাগের মধ্যে খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৬৯৩ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৫৯ জনের। এ ছাড়া যশোরে ৪১৬ জন, ঝিনাইদহে ২৩৭, চুয়াডাঙ্গায় ১৮০, মেহেরপুরে ১৬৫, বাগেরহাটে ১৩৪, নড়াইলে ১০৪, সাতক্ষীরায় ৮৬ ও মাগুরায় ৭৯ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৩ হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭৮৬ জনের। শনাক্তের হার ২০ দশমিক ৫৩। নতুন করে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়া জেলার ২৯২ জন, খুলনার ১১৪, বাগেরহাটের ২১, যশোরের ১১২, ঝিনাইদহের ৬৯, সাতক্ষীরার ৫১, চুয়াডাঙ্গার ১৪, মেহেরপুরের ৩৪ জন, মাগুরার ৩৮ ও নড়াইলের ৪১ জন আছেন। আগের ২৪ ঘণ্টার চেয়ে ৮৮২টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ২১ দশমিক ৭২।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আজ বৃহস্পতিবার বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী ১৬ হাজার ২২৬ জন পাওয়া গেছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৫ জন। অন্যরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। খুলনা, কুষ্টিয়া ও সাতক্ষীরা বাদে অন্য সাত জেলায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০০–এর নিচে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৮৮। সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৫ হাজার ৫০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপর যশোরে ২০ হাজার ২২৪ জনের, কুষ্টিয়ায় ১৬ হাজার ৫৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৩ হাজার ৬০৯ জন।