খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু ২

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

খুলনা বিভাগে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৫ জনের নমুনা পরীক্ষায় ৩৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এই সময়ে মৃত্যু হয়েছে দুজনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ২৬। আগের দিন এ হার ছিল ১৯ দশমিক ২৩।

বুধবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আগের দিনের চেয়ে আজ ৮১টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে। করোনা রোগী আগের দিনের চেয়ে ৫১ জন বেশি। তবে মৃত্যুর ঘটনা কমেছে। আগের দিন বিভাগে এ বছরের সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ৯৩, কুষ্টিয়ায় ৬৯, যশোরে ৬১, সাতক্ষীরায় ৩৪, চুয়াডাঙ্গায় ২৪, মেহেরপুরে ২৪, ঝিনাইদহে ২২, বাগেরহাটে ২১, নড়াইলে ১৮ ও মাগুরায় ৫ জন। বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হার মেহেরপুরে, ৪৪ দশমিক ৪৫। সবচেয়ে কম শনাক্তের হার মাগুরায়, ৯ দশমিক শূন্য ৯।

করোনার চলমান ঢেউয়ে বর্তমানে ১০ জেলায় খুলনা বিভাগে ১১ হাজার ১৪ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। বিভাগে বর্তমানে ২১১ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন, সুস্থ হয়েছেন ৩২৯ জন। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৭৬৪ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৯ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৫০১ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ বলেন, সপ্তাহখানেক আগেও শনাক্তের হার ভীষণ ঊর্ধ্বমুখী ছিল। তবে কয়েক দিন ধরে সংক্রমণের হার কমছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, টিকা নিতে হবে।