খুলনা বিভাগে ৪৮২ রোগী শনাক্তের দিনে করোনায় ৩ জনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি


খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৭৬৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ২৫। গত এক দিনে বিভাগে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের।

আজ রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, আগের দিনের তুলনায় গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত রোগী দ্বিগুণের বেশি বেড়েছে। পাশাপাশি নমুনা পরীক্ষা এবং শনাক্তের হারও বেড়েছে। তবে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত।

শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে বিভাগে ১ হাজার ৭৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার হয়েছে ২১ দশমিক ৪৭। এদিন করোনা শনাক্ত তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ১৪৮ জন, কুষ্টিয়ায় ৬৫, চুয়াডাঙ্গায় ৯, নড়াইলে ১৫, মেহেরপুরে ২৫, বাগেরহাটে ৪৮, মাগুরায় ৭, সাতক্ষীরায় ৫৮, ঝিনাইদহে ২২ ও যশোরে ৮৫ জন রয়েছেন। এ সময়ে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা, যশোর ও কুষ্টিয়ায় একজন করে আছেন।

বিভাগের মধ্যে বাগেরহাটে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সবচেয়ে বেশি—৫৪ দশমিক ৫৫। সবচেয়ে কম শনাক্তের হার চুয়াডাঙ্গায়—৩ দশমিক ৫৭।

কোভিডের চলমান ঢেউয়ে বর্তমানে খুলনা বিভাগে ১১ হাজার ৩২৪ জন করোনা রোগী চিকিৎসাধীন। ২২৫ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন, সুস্থ হয়েছেন ২৩০ জন।
বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ জনের। করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৩০ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৫৫ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ বলেন, কয়েক দিন ধরে শনাক্তের হার একটু করে কমছে। গত দুই দিন শনাক্তের হার ৩০ শতাংশের নিচে রয়েছে। পরিস্থিতি ভালো হতে আরও কিছুটা সময় লাগবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, টিকা নিতে হবে।