খুলনা বিশ্ববিদ্যালয়: হলের পর শিক্ষার্থীদের পরিবহন ভাড়াও মওকুফ

খুলনা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ভাড়ার পর পরিবহন ভাড়াও মওকুফ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১৪তম সভায় বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এর আগে অর্থ কমিটির ৭৬তম সভা থেকে এ–সংক্রান্ত সুপারিশ সিন্ডিকেটে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল।

১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই প্রস্তুতির অংশ হিসেবে বন্ধ থাকার সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন অব্যবহৃত কাজের ফি মওকুফ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী করোনা সংক্রমণের ফলে খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময় শিক্ষার্থীদের দ্বিতীয় টার্মের পরিবহন ভাড়া মওকুফ করা হয়েছে। এর আগে ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত সময়ের আবাসিক হলের সিট ভাড়া মওকুফ করা হয়। এ ছাড়া করোনা প্রাদুর্ভাবের আগে জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ পর্যন্ত সিট ভাড়ার বিলম্ব ফিও মওকুফ করা হয়েছে।