default-image

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আজ বুধবার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত দুই রোগী মারা গেছেন। খুমেকের করোনা ইউনিটে ওই দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাঁদের মধ্যে একজনের নাম আ. হাসেম (৪৫)। তিনি ঝিনাইদহ সদরের আরবপুর এলাকার বাসিন্দা। আরেকজনের নাম সাহিদা বেগম (৬৫)। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ দুপুর পর্যন্ত খুলনা জেলায় ৭ হাজার ৫৭৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন।

খুমেকের করোনা ইউনিট সূত্রে জানা যায়, আ. হাসেম গত সোমবার খুলনা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হন। আজ সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কোভিড পজিটিভ ছিলেন। আর সাহিদা বেগম (৬৫) আজ করোনা ইউনিটে ভর্তির কিছুক্ষণ পরই বেলা সাড়ে ১১টার দিকে মারা যান। তিনিও কোভিড পজিটিভ ছিলেন।

খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের কোভিড-১৯ দৈনিক প্রতিবেদন অনুয়ায়ী, আজ দুপুর পর্যন্ত খুলনা জেলায় ৭ হাজার ৫৭৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে গেছেন ৭ হাজার ৩১১ জন। আর মারা গেছেন ১১৮ জন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন