default-image

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর নাম এখলাস (৪)। সে ওই এলাকার কাশেম আলীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু এখলাস বিকেলে বাড়ির ভেতরে খেলা করছিল। একপর্যায়ে সে বাড়ির বাইরে চলে যায়। খেলার কোনো এক ফাঁকে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে শিশুটি পুকুরে ভেসে ওঠে। ওই অবস্থায় তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, এ ঘটনায় রাতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। রাতেই শিশুর মরদেহ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন