খেলতে দেওয়ার কথা বলে ৫ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে মুঠোফোনে পাবজি গেম খেলতে দেওয়ার কথা বলে পাঁচ শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম নিজাম আকুঞ্জী (৩০)। তাঁর বাড়ি অভয়নগর উপজেলায়। আজ বুধবার তাঁকে যশোর আদালতে নেওয়া হবে বলে জানা গেছে।

ধর্ষণের শিকার এক শিশুর চাচা বলেন, গতকাল দুপুরে তাঁর ভাইয়ের ছেলে (১১) বাড়ির পাশের মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফিরছিল। এ সময় নিজাম আকুঞ্জী তাকে ডেকে মুঠোফোনে পাবজি গেম খেলতে দেওয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য নিজাম ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

বাড়ি ফিরে শিশুটি তার বাবা ও মাকে বিষয়টি জানায়। সে জানায়, নিজাম আরও চার শিশুকে একই কৌশলে ধর্ষণ করেছেন। পরে শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই চার শিশুর সঙ্গে যোগাযোগ করলে তারাও বিষয়টি স্বীকার করে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী নিজামকে ধরে থানায় খবর দেন। পরে রাতেই অভয়নগর থানার পুলিশ নিজামকে গ্রেপ্তার করে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, পাঁচ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত নিজাম আকুঞ্জীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে যশোর আদালতে নেওয়া হবে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভুক্তভোগী পাঁচ শিশুর স্বাস্থ্য পরীক্ষা হবে। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের সামনে ২২ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হবে।