গণসংযোগের সময় স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলা
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে প্রচারণা চালানোর সময় নারকেলগাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় তিনি, তাঁর ভাইসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পাঁচজন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহরিয়ার জাহেদী শহরের মডার্ন মোড় এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থীর একটি মাইক তাঁদের পাশ দিয়ে ঘন ঘন ঘোরাঘুরি করছিল। মাইক সরিয়ে নিতে বলায় নৌকার সমর্থকেরা অতর্কিত তাঁদের ওপর হামলা করেন।
কাইয়ুম শাহরিয়ার জাহেদী দাবি করেন, তাঁরা ১৮ থেকে ২০ জন কর্মী নিয়ে গোবিন্দপুর পাড়ার মধ্যে ভোট চেয়ে ঝিনাইদহ-মাগুরা সড়কের নতুন ব্রিজ এলাকায় ওঠামাত্রই একদল সন্ত্রাসী নৌকার স্লোগান দিয়ে এসে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁদের কর্মীরা ছোটাছুটি শুরু করেন। কিন্তু সন্ত্রাসীরা তাঁদের এলোপাতাড়ি মারপিট করতে থাকে। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে বলে জানান। তিনি দাবি করেন, হামলায় তাঁর ভাই আবু শাহরিয়ার জাহেদীসহ (৫৬) কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তাঁর কর্মী লাভলুর রহমান (৫০), রুবেল হোসেন (২৮) ও মমিনুল ইসলামকে (৩২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সোহেল রানা জানিয়েছেন, প্রচারণা নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গত ১৫ মে কাইয়ুম শাহরিয়ার জাহেদীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে একদল সন্ত্রাসী।