গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন রংপুর বিভাগ
রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এই সময়ে ৮৪০ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা মোট ৫৪ হাজার ৬৭৫। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৯৫। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ২২৫ জন। তাঁদের মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩২৩ জন। এ ছাড়া রংপুরের ২৯১ জন, ঠাকুরগাঁওয়ের ২৪৮ জন, পঞ্চগড়ের ৮০ জন, নীলফামারীর ৮৭ জন, লালমনিরহাটের ৬৬ জন, কুড়িগ্রামের ৬৭ জন ও গাইবান্ধার ৬৩ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ৫০ জনের রংপুর জেলায় ১০ জন, পঞ্চগড়ের ৮ জন, নীলফামারীর ৪ জন, লালমনিরহাটের ২ জন, কুড়িগ্রামের ৩ জন, ঠাকুরগাঁওয়ের ১১ জন, দিনাজপুরের ১০ জন ও গাইবান্ধার ২ জন।
এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ কমলেও সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলা খুব জরুরি।