default-image

রংপুরের তারাগঞ্জে গরুবাহী ভটভটি উল্টে পড়লে সেটির নিচে চাপা পড়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলমপুর ইউনিয়ন পরিষদ-তারাগঞ্জ সড়কের নেংটিছেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আকালু মামুদ (৭৫)। আহতদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আলমপুর গ্রাম থেকে একটি ভটভটিতে গরু নিয়ে ওই সড়ক দিয়ে বদরগঞ্জের হাটের উদ্দেশে রওনা হন গরু ব্যবসায়ীরা। চাকলা গ্রামের আকালু মামুদ ওই সড়কের নেংটিছেড়া মোড়ে গাছতলায় বসেছিলেন। দুপুর ১২টার দিকে ওই সড়কের নেংটিছেড়া মোড়ে ভটভটি ঘোরানো সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে আকালু মামুদ ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ভটভটিতে থাকা আরও দুজন আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ভটভটিটি পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0