গরু ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, প্রাণ হারালেন একজন

প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বকশীয়াবাড়ি এলাকায় একটি গরু খেতের ধান খেয়ে ফেলে। এর জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবদুর রব ফকির (৩৮)। তাঁর বাবার নাম আবুল ফকির।

নিহত ব্যক্তির ভাই মানিক ফকির বলেন, চাচাতো ভাই রবিউল ফকিরের সঙ্গে জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের বিরোধ ছিল। রোববার বিকেলে রবিউলদের গরু এসে মানিকদের খেতের ধান খেয়ে নষ্ট করছিল। এ সময় মানিকরা গরু তাড়িয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। আহত অবস্থায় আবদুর রব ফকিরকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

মানিক ফকির আরও জানান, এ ঘটনায় তাঁদের পক্ষের আবুল ফকির, মিরাজ ফকির, মোজাহার মণ্ডল, আবদুল আজিজ মণ্ডল গুরুতর হয়। মানিক ফকির নিজেও আহত হয়েছেন। প্রতিপক্ষের আশিক মণ্ডল, ইরশাদ ফকির ও কাদের ফকির গুরুতর আহত হয়েছেন। তাঁরা রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জ্যেষ্ঠ ব্রাদার আবদুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় আবদুর রবের মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। তাঁরা বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।