default-image

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য জানিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি গলাচিপার চর বিশ্বাসে। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। জ্বর-শ্বাসকষ্ট থাকায় ১ জুলাই ওই ব্যক্তি নমুনা দেন। পরদিন তিনি বাড়িতেই অসুস্থ অবস্থায় মারা যান।

পটুয়াখালী সদর ও গলাচিপায় দুজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার গভীর রাতে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের একটি মাদ্রাসার অফিস সহকারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ওই ব্যক্তির বয়স ৬০ বছর। বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর পটুয়াখালী শহরে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স হয়েছিল ৯০ বছর। তিনি শহরের সমতা সড়ক এলাকার বাসিন্দা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0