গাইবান্ধায় করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়াল

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ মঙ্গলবার জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। জেলায় এখন মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ১ হাজার ৫।

গাইবান্ধার সিভিল সার্জন এ বি এম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করে জানান, মোট আক্রান্তের মধ্যে সর্বোচ্চসংখ্যক রোগী গাইবান্ধা সদর উপজেলায় ৩৪০ জন। শুধুমাত্র গাইবান্ধা পৌরসভাতেই আক্রান্ত হয়েছেন ২৫৯ জন। করোনায় জেলায় ১৪ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ৬৮৩ জন। আইসোলেশনে এখন চিকিৎসাধীন আছেন ৩০৮ জন।

আজ জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, আক্রান্ত রোগীদের মধ্যে সংখ্যাধিক্যের দিক দিয়ে গাইবান্ধা সদর উপজেলার পরের অবস্থানে গোবিন্দগঞ্জ উপজেলায় পাওয়া গেছে ২৯৭ জন। পলাশবাড়ী উপজেলায় ৮৯ জন, সাদুল্লাপুর উপজেলায় ৮৫, সাঘাটা উপজেলায় ৬৯ এবং সুন্দরগঞ্জ উপজেলায় ৬৮ জন।