default-image

ঝালকাঠির নলছিটি উপজেলায় সড়কের পাশে ফেলে রাখা গাছের চাপায় ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শিশুর নাম আবির হোসেন (৬)। সে উপজেলার নান্দিকাঠি এলাকার ইমরান হোসেনের ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, আবির তাঁর মায়ের সঙ্গে নানাবাড়ি তেঁতুলবাড়িয়া গ্রামে বেড়াতে যায়। বাড়ির কাছে সড়কের পাশে ফেলে রাখা সুপারিগাছের স্তূপের কাছে খেলছিল আবির হোসেন। একপর্যায়ে সে গাছের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবিরের বাবা ইমরান হোসেন বলেন, বিকেলে জানাজা শেষে তাঁর ছেলের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন