গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিবেশীর কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

হত্যা
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় বাড়ির সীমানা–সংক্রান্ত বিরোধের জেরে হামলায় শহীদ মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাড়ির একটি গাছ প্রতিবেশীরা কেটে নেওয়ার সময় বাধা দিলে তাঁর ওপর এই হামলা করা হয়।

আজ শনিবার বেলা দুইটার দিকে উপজেলার উত্তর বাখরনগন ইউনিয়নের লোচনপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শহীদ মিয়া রায়পুরা উপজেলার উত্তর বাখরনগন ইউনিয়নের লোচনপুর গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে।

নিহত শহীদ মিয়ার ছোট মেয়ে ও ঘটনার প্রত্যক্ষদর্শী জেসমিন আক্তার বলেন, আজ দুপুরে তাঁদের বাড়ির একটি গাছ কয়েকজন প্রতিবেশী মিলে কেটে নিচ্ছিলেন। যে গাছটি কাটা হচ্ছিল, তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিস বৈঠকও হয়েছে। পরে তাঁর বাবা সেখানে গিয়ে ওই গাছ কাটতে বাধা দেন। এ সময় গাছ কাটার দা নিয়ে তাঁর বাবাকে কোপানোর হুমকি দেন তাঁরা। এর পরপরই সবাই মিলে ঘিরে ধরে কিল-ঘুষি মারতে থাকেন। পরে তাঁর বাবা মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যান।

জেসমিন আক্তার বলেন, ‘অনেকে মিলে আমার আব্বাকে মারধর করেছেন। তাঁদের মধ্যে আওয়াল, খালেদ, বিজয়, মুন্নু, রাকিব, কেরুল, সামি—এই সাতজনকে আমি মারধর করতে দেখেছি।’

উপস্থিত লোকজন ও স্বজনেরা আহত অবস্থায় শহীদ মিয়াকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তাঁকে নিয়ে যাওয়া হয় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাইদ মো. ফারুক বলেন, শহীদ মিয়াকে তাঁর স্বজনেরা বেলা ২টা ৩০ মিনিটে হাসপাতালে নিয়ে আসেন। ওই সময় চিকিৎসক তাঁর পালস খুঁজে পাচ্ছিলেন না। পরে ইসিজি করার পর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হন। তাঁকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

রায়পুরা থানার উপপরিদর্শক দেবদুলাল দে বলেন, সীমানা–সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত শহীদ মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।