default-image

নেত্রকোনার মদন উপজেলায় গাছ থেকে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাইকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম ছদ্দু মিয়া (৫৮)। তিনি কাইকুড়িয়া গ্রামের বাসিন্দা।

এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ছদ্দু মিয়া সকালে নিজ বাড়ির সামনে অর্জুনগাছে উঠে ডাল কাটতে থাকেন। হঠাৎ তিনি গাছ থেকে মাটিতে পড়ে যান।গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0