default-image

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

সম্প্রতি জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গতকাল রোববার নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজিটিভ পাওয়া যায়। বর্তমানে তিনি সরকারি বাসভবনে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ অনলাইনে গাজীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি সব নির্দেশনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সমাপনী বক্তব্য দেওয়ার সময় তাঁর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি সবাইকে জানান।

গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ২৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৬৪ জনের করোনা পজিটিভ ফল এসেছে। এখন পর্যন্ত গাজীপুরে ৮ হাজার ৩৭ জনের করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৬৬ জন এবং মারা গেছেন ১৪১ জন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন