গাজীপুরে কারখানার ভেতরে কাভার্ড ভ্যানের চাপায় শ্রমিক নিহত

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন
ছবি: প্রথম আলো

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এক পোশাকশ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার মনিপুর এলাকার এনার্জিপ্যাক ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকেরা বলেন, কারখানার ভেতরে মেসার্স রানীগঞ্জ ট্রান্সপোর্টের একটি বড় কাভার্ড ভ্যান মালামাল লোডের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন দাঁড়িয়ে থাকা একটি ছোট কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা লেগে চারজন চাপা পড়েন। তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

কাভার্ড ভ্যানের চাপায় শ্রমিক নিহত হওয়ার ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে কারখানার কর্মকর্তারা চলে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার হিসাবরক্ষক কামরুল হাসান বলেন, গাড়িচাপায় একজনের মৃত্যু হয়েছে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) চুন্নু শেখ বলেন, গতকাল রাত আটটার দিকে এনার্জিপ্যাক কারখানার ভেতরে একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিল। অপর একটি কাভার্ড ভ্যান ব্যাক গিয়ারে পেছনে গেলে ধাক্কা খায়। এ সময় একজন মারা যান।