গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
গাজীপুরের কালীগঞ্জে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের ভাসাভাসি গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি শেরপুরের শ্রীবরদী থানার নয়না গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সাইফুল রাজধানীর উত্তরখানের মন্ডা এলাকায় ভাড়া থেকে বিভিন্ন এলাকায় অটোরিকশা চালাতেন। গতকাল শুক্রবার সকালে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাত সাড়ে ১০টার দিকে এক নৈশপ্রহরী পূর্বাচল ২৬ নম্বর সেক্টর দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে এক যুবকের গোঙানির শব্দ পান। পরে তিনি এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ওই ব্যক্তির লাশ পড়ে আছে।
পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে রাখে। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই যুবকের আঙুলের ছাপ নিয়ে তাঁর পরিচয় শনাক্ত করে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়।
কালীগঞ্জের উলুখোলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. জাকির হোসেন বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় নিহতের ভাই শাহ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যাত্রী সেজে নির্জন স্থানে নিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।