গাজীপুরে ঝুটগুদামে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন লেগেছে
ছবি: প্রথম আলো

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়া বাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়া বাড়ি এলাকায় প্রথমে টিনশেডের তৈরি একটি ঝুটগুদামে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। মুহূর্তের মধ্যেই পাশের আরও পাঁচটি ঝুটগুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, আগুনে টিনশেডের ঝুটগুদাম ও ঝুট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ঝুটের গুদামে আগুন লেগে ছয়টি গুদাম পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।