গাজীপুরে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিক নিহত
গাজীপুর সিটি করপোরেশনের মিরের বাজার এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা বাইপাস সড়কের মিরের বাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগমের (৩০) বাড়ি কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকায়। তিনি নূর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট লিমিটেডের একটি কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরের বাজার এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ওই নারী। এ সময় কালীগঞ্জগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তাঁর সঙ্গে পোশাক কারখানার একটি পরিচয়পত্র ছিল। সেখান থেকে তাঁর নাম–ঠিকানা পাওয়া গেছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।