গাজীপুরে ট্রেন-পিকআপ সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট রেললাইনের নলছাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপ চালক গাজীপুরের পূবাইলের আসাতিয়া এলাকার মো. রাফির ছেলে জাকির হোসেন (২২), তার সহকারী একই এলাকার জাকির মিয়ার ছেলে মৃদুল হোসেন (১৫) এবং তাল ব্যবসায়ী নারায়নগঞ্জের মহসিন মিয়া (৫০)।
স্থানীয় নাগরী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সোহেল পিটার গোমেজ বলেন, শনিবার সকালে পূবাইলের বড়কয়ের এলাকা থেকে তাল কিনে তা বোঝাই করে পিকআপ ভ্যানে নিয়ে নারায়নগঞ্জে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিলেন তারা। পথে সকাল ১০টার দিকে নলছাটা-নাগরী সড়ক দিয়ে টঙ্গী-ঘোড়াশাল রেল সড়কে থাকা অরক্ষিত নলছাটা রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি ছিটকে গিয়ে পাশের একটি খাদে পড়ে। এতে পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী এবং তাল ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় পিকআপের বিভিন্ন যন্ত্রাংশ আশপাশের বিভিন্ন স্থানে খুলে পড়ে আছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের লাশও ঘটনাস্থলে আছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করবে।