গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বেলা সোয়া তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া বেরোচ্ছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, জরুন এলাকায় রিপন গার্মেন্টসে নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। পরে খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিস ও জয়দেবপুর কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে আগুন আর না ছড়ালেও এখনো ধোঁয়া বেরোচ্ছে।
তাশারফ হোসেন বলেন, তাৎক্ষণিক আগুন লাগার উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।