default-image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় বাড়িতে আগুন লেগে ইসমাইল নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সেখানকার ১৮টি ঘর পুড়ে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ইসমাইল গাইবান্ধার সাঘাটা উপজেলার পাকুলি এলাকার বাদল মিয়ার ছেলে। সে মা–বাবার সঙ্গে ওই বাসাবাড়িতে ভাড়া থাকত।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম বলেন, সকালে তেলিরচালা এলাকার রেজাউল করিমের টিনশেড বাড়ির একটি ঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ হলে আগুন ধরে যায়। আগুন মুহূর্তের মধ্যে আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুড়ে শিশু ইসমাইলের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে ১৮টি ঘর।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন