গাজীপুরে সড়ক ও অবকাঠামো নির্মাণের সামগ্রী উন্মুক্ত স্থানে রেখে বায়ুদূষণের অভিযোগে ১২টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহায়তায় আজ মঙ্গলবার এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম কাজী তামজীদ আহমেদ।
গাজীপুরের বায়ুদূষণ নিয়ে ২০ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘দিনরাত ধুলায় বসবাস’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপর আজ সকাল থেকে পরিবেশ অধিদপ্তর ওই অভিযান শুরু করে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. নয়ন মিয়া বলেন, মদনপুর-গাজীপুর মহাসড়ক নির্মাণকাজে নিয়োজিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে নির্মাণসামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে ভোগড়া বাইপাস-কালিয়াকৈর মহাসড়ক নির্মাণ প্রকল্পে নিয়োজিত কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নয়ন মিয়া আরও বলেন, অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, মেরামত বা সংস্কারকাজের জন্য বালু, ইটসহ নির্মাণসামগ্রী উন্মুক্তভাবে রাখার কারণে গাজীপুরের কড্ডা-বাসন এলাকায় মেসার্স নিয়ন ট্রেডার্স, সরকার ট্রেডার্স, মা বাবার আশীর্বাদ, মেসার্স খান ট্রেডার্স, ফারুখ এন্টারপ্রাইজ, আলাউদ্দিন এন্টারপ্রাইজ, ভান্ডারী এন্টারপ্রাইজ, খান ট্রেডিং করপোরেশন, বিসমিল্লাহ এন্টারপ্রাইজসহ ১০টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে গাজীপুর মহানগরের কুনিয়া পাছর এলাকার আনোয়ার ইস্পাত কারখানায় অতিরিক্ত দূষণ নির্গমন ও ইটিপি অকার্যকর পাওয়া যায়। এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ঢাকা ল্যাবের মাধ্যমে বায়ুদূষণের মাত্রা পরিমাপ করে পূর্ণাঙ্গ পরিদর্শন প্রতিবেদন ঢাকা এনফোর্সমেন্ট অ্যান্ড মনিটরিং উইংয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়।