গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাইকেল নিয়ে কারখানায় যাওয়ার পথে বাড়ইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পোশাকশ্রমিকের নাম হুমায়ুন আহমেদ (৩২)। তিনি ময়মনসিংহের ফুলপুর থানার হাবিবুর রহমানের ছেলে। নিহত হুমায়ুন চন্দ্রা এলাকার ডিভাইন টেক্সটাইল নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, সকালে ওই শ্রমিক সাইকেল নিয়ে কারখানায় যাওয়ার জন্য বের হন। বাড়ইপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি মীর গোলাম ফারুক বলেন, ওই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। চন্দ্রা ত্রিমোড় থেকে বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।