গাড়ির তেল চুরির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের ২ কর্মচারী চাকরিচ্যুত

গাড়ির তেল চুরির অভিযোগে দুই কর্মচারীকে চাকরিচ্যুত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। বুধবার তাঁদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে আলাদা দুটি অফিস আদেশ জারি করেন সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ।

চাকরিচ্যুত হওয়া দুজন হলেন পুল সহকারী রতন ঘোষ ও সাগরিকা ফিলিং স্টেশনের মোটর মেকানিক কাঞ্চন বসাক। দুজনই অস্থায়ী কর্মচারী হিসেবে সিটি করপোরেশনে কর্মরত ছিলেন। রতন পুল সহকারীর দায়িত্ব পালন করলেও তাঁর মূল পদবি গাড়িচালক।

অফিস আদেশে বলা হয়, জ্বালানি তেল চুরিসহ বিভিন্ন অপরাধে সিটি করপোরেশনের অস্থায়ী চাকরি থেকে দুজনকে অব্যাহতি দেওয়া হলো। পত্র জারির তারিখ থেকে অব্যাহতির আদেশ কার্যকর হবে।

বিষয়টি নিশ্চিত করে সচিব খালেদ মাহমুদ বলেন, ‘তাঁরা টাকার বিনিময়ে বরাদ্দের চেয়েও তেল বেশি দিচ্ছেন—এমন একটি ভিডিও মেয়র আমাকে দিয়েছেন এবং ব্যবস্থা নিতে বলেছেন। এর পরিপ্রেক্ষিতে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।’

এর আগে গত ২৫ সেপ্টেম্বর রাতে তেল চুরির সময় হাতেনাতে ধরা পড়েন সিটি করপোরেশনের অস্থায়ী ট্রাক সহকারী মো. হোসেন ও পাম্প অপারেটর মোবারক হোসেন। পরে তাঁদেরও অব্যাহতি দেওয়া হয়।