গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ২
কক্সবাজারের টেকনাফ উপজেলায় এসইউভির (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল) ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই নারীসহ তিনজন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরগাছড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন টেকনাফ সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার বাসিন্দা জমির আহমদের ছেলে ও অটোরিকশার চালক মোহাম্মদ সাদেক (২৭) ও টেকনাফ পৌরসভা উত্তর জালিয়াপাড়ার ছৈয়দ আলমের মেয়ে মাহফুজা বেগম (১৬)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, আজ সকালে কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিল বিশ্ব খাদ্য সংস্থার এসইউভিটি। দরগাছড়া এলাকায় গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এরপর অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে আহত যাত্রীদের উদ্ধার করে।
আহত যাত্রীরা হলেন সালমা আক্তার, রিপা আক্তার ও মোহাম্মদ ইসমাইল। তাঁদের মধ্যে দুই নারীকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ জুবায়ের বলেন, দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে সালমা আক্তারের অবস্থা বেশি আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করার পাশাপাশি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছেন।